কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স
গজল , ইসলামিক গান, ইসলামিক সংগীত, এমনকি যে কোনো প্রকারের সাংস্কৃতিক গীতি বা কবিতায় হোকনা কেন তা আমাদের অন্তরকে বিকশিত করতে সাহায্য করে , ঠিক এরই বহিঃপ্রকাশ ঘটেছে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে।
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি বর্তমানে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি সারা বাংলাদেশ জুড়ে ছেয়ে গেছে,
এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি শুধুমাত্র বাংলাদেশেই নয় , বাংলাদেশ বাদেও ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে যেমন – পশ্চিমবঙ্গ , ত্রিপুরা, আসাম, মেঘালয়া, মিজরাম, উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি চরম জনপ্রিয়তা লাভ করেছে।
লেখক এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে আমাদের স্রষ্টা সম্পর্কে, প্রকৃতি বাস্তব সত্য সম্পর্কে এবং আমাদের জীবনের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন।
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির অসামান্য জনপ্রিয়তার বিশেষ কারণ হল এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির মাধ্যমে লেখক তার মন গড়া কোনো কথা প্রকাশ করেননি। তিনি তাঁর এই লেখনীর মাধ্যমে জীবনের বাস্তব চরিত্র-কে প্রকাশ করেছেন।
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সংগীত বা গজল লিরিক্স
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর, আমি ডালের বড়ি
শুকিয়ে রেখেছি-
খোকা তুই কবে আসবি!
কবে ছুটি?”
চিঠিটা তার পকেটে ছিল,
ছেঁড়া আর রক্তে ভেজা।
“মাগো, ওরা বলে,
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, বা মা তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ি ফিরবো।
লক্ষ্মী মা রাগ ক’রো না,
মাত্রতো আর কটা দিন।”
“পাগল ছেলে”
মা পড়ে আর হাসে,
“তোর ওপরে রাগ করতে পারি!”
নারকেলের চিঁড়ে কোটে,
উড়কি ধানের মুড়কি ভাজে
এটা সেটা আরো কত কী!
তার খোকা যে বাড়ি ফিরবে!
ক্লান্ত খোকা!
কুমড়ো ফুল
শুকিয়ে গেছে
ঝ’রে পড়েছে ডাঁটা
পুঁইলতাটা নেতানো,
“খোকা এলি?”-
ঝাপসা চোখে মা তাকায়
উঠোনে, উঠোনে
যেখানে খোকার শব
শকুনিরা ব্যবচ্ছেদ করে।
এখন,
মা’র চোখে চৈত্রের রোদ
পুড়িয়ে দেয় শকুনিদের।
তারপর,
দাওয়ায় ব’সে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে
খোকা তার
কখন আসে! কখন আসে!
এখন,
মার চোখে শিশির ভোর,
স্নেহের রোদে।
ভিটে ভরেছে।
এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক ভাবে ছড়িয়ে পরেছে তাঁর অন্যতম একটি বিশেষ কারণ হল ,
এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সুর , সংগীত টির সুর এত নিখুঁত করে নির্মাণ করা হয়েছে যে , এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির উপরে যে কোনো ভাষার , যে কোনো অঞ্চলের এমন কি অবাঙালী মানুষ জনেরা ও ভালোবেসে ফেলেছে।
আমাদের পরম বিশ্বাস যে এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি আপনাদেরও মন জয় করতে পেরেছে। এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি শ্রবণ করে আপনিও আপনার আত্মার প্রশান্তি অর্জন করতে পারেন।
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি লেখার জন্য লেখকের কাছে আমরা চির কৃতজ্ঞ তাঁর সাথে সাথে এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সুর যিনি করেছেন সেই সুরকার,
যিনি কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি গেয়েছেন সেই গায়কের কাছেও আমরা সমান ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তাছাড়া যেসব কলা-কুশলীরা রয়েছেন বিশেষ করে এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির নির্মাণের জন্য যারা ক্যামেরার কিংবা আধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করেছেন , সেই কুশলী-দের ও সমান ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টির সাথে বিভিন্ন ভাবে যুক্ত সকল কর্মী-দের পরম করুণাময় দয়াবান আল্লাহতায়ালা যেন উত্তম বদলা দেন ।
আপনাদের কে এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স ইসলামিক গজল বা ইসলামিক সংগীত - টি ভালো লাগলে আপনার প্রিয়জন-দের সাথে লিখাটি শেয়ার করুন।
এই কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা লিরিক্স এর মত আরো নিত্য-নতুন ইসলামিক সংগীত , গজল, ইসলামিক বই সমুহ, ইসলামিক ঘটনা , ইসলামীক গল্প ইত্যাদি পাওয়ার জন্য আমাদের এই ওয়েব সাইট-টিকে ফলো করুন ।
0 মন্তব্যসমূহ